ঈদের জমজমাট আয়োজন দিয়ে চট্টগ্রাম হালিশহরে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড তাদের ১৬-তম ব্র্যাঞ্চ ওপেন করেছে। বাবুল্যান্ডের চট্টগ্রামের ব্র্যাঞ্চ সাজানো হয়েছে শিশুদের প্রিয় কিছু রাইড এবং স্পেস থিমে, যা শিশুর খেলাধুলাকে করবে আরো মজার, পাশাপাশি শিশুর সৃজনশীল চিন্তারও উন্মেষ ঘটবে।
ঈদের খুশি, বাবুল্যান্ডে বেশি – এই স্লোগানে বাবুল্যান্ড ৪ দিনব্যাপী ঈদ প্রোগ্রাম আয়োজন করেছে যেখানে আছে ম্যাজিক শো, ফ্যাশন শো, পাপেট শো, ঈদ ব্লাস্টসহ আরো অনেক আয়োজন যা শিশুদের অত্যন্ত পছন্দের।
শিশুদের বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশে ২০১৮ সাল থেকেই কাজ করে আসছে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড। বাবুল্যান্ড, ঢাকার এই ব্র্যান্ড শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ ও নির্ভরযোগ্য প্লে-গ্রাউন্ড হিসেবে আছে অভিভাবকদের পছন্দের তালিকার শীর্ষে।
চট্টগ্রামে বাবুল্যান্ড এর এটি ২য় ব্র্যাঞ্চ। এর আগে চট্টগ্রামে বহদ্দারহাটে বাবুল্যান্ড উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম হালিশহরের ব্র্যাঞ্চে আছে সেইফ এন্ড ক্রিয়েটিভ প্লে জোন যা শিশুদের খেলার ছলে ক্রিয়েটিভ হিসেবে বেড়ে ওঠতে সাহায্য করবে। এছাড়াও বাবুল্যান্ডে থাকছে মজার সব রাইডস যা শিশুদের করবে শারীরিকভাবে অনেক স্ট্রং এবং মানসিকভাবে আরো জিনিয়াস।
বাবুল্যান্ড চট্টগ্রাম ব্র্যাঞ্চে প্রথমবার আসা এক অভিভাবক বলেন, ‘হালিশহর এতো বড় একটি এরিয়া কিন্তু নিরাপদে খেলার জন্য কোন ব্যবস্থা নায়। হালিশহরে বাবুল্যান্ড খুব দরকার ছিলো, আমরা সবাই খুশি!’
আরো এক অভিভাবক বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর প্লে-গ্রাউন্ড বাবুল্যান্ড। বহদ্দারহাটের বাবুল্যান্ড বেশ জনপ্রিয়। তাই চট্টগ্রাম হালিশহরে ওপেন করার সাথে সাথেই চলে এলাম। খুব সুন্দর সাজানো গুছানো। এই রকম প্লে-গ্রাউন্ড চট্টগ্রামে আর নেই’
বাবুল্যান্ডের সহ প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর এনামুল হক কলিন্স জানান, ‘স্মার্টফোন খুব প্রয়োজনীয় একটা জিনিষ কিন্তু এটা আবার শিশুদের জন্য হয়ে উঠছে ভয়াভহ ক্ষতির কারন। বাবুল্যান্ডের কনসেপ্ট হচ্ছে শিশুদেরকে স্মার্টফোনের ভয়াবহতা থেকে দূরে সরিয়ে ফিজিক্যাল এবং মেন্টালি একটিভ রাখা। যার ধারাবাহিকতাই বাবুল্যান্ডের ১৬-তম ব্র্যাঞ্চ হিসেবে চট্টগ্রাম হালিশহরে উদ্বোধন করা হয়েছে এবং আমরা বহদ্দারহাটের মতো এখানেও বেশ ভালো সাড়া পাচ্ছি’
বাবুল্যান্ডের আরেক সহ প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইশনাদ চৌধুরী জানান ‘এখনকার শিশুদের ছেলেবেলা কাটছে স্মার্টফোনে যার পরিণাম বেশ ভয়ংকর। বাবুল্যান্ড একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সবসময় শিশুদের বেনিফিট এর জন্য কাজ করে যাচ্ছি। যার পরিপ্রেক্ষিতে বাবুল্যান্ডের ১৬-তম ব্র্যাঞ্চ হিসেবে চট্টগ্রাম হালিশহর মবিল হাউজে বিল্ডিং -এ উদ্বোধন করেছি। আশা করছি বাবুল্যান্ডের সাথে শিশুদের বেড়ে ওঠা হবে নিরাপদ এবং ক্রিয়েটিভ’
পরিষ্কার- পরিচ্ছন্ন পরিবেশে চাইলেই আপনার বাবুকে নিয়ে সেরা একটি সময় কাটাতে ঘুরে আসতে পারেন লেভেল ৪, মবিল হাউজ, হালিশহর হাউজিং সোসাইটি, হালিশহর বাবুল্যান্ডে!