হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাজী মো. মোহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সেক্রেটারি মাহবুবুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, জাকের হোসেন চেয়ারম্যান, এম ইলিয়াছ আলী, হাজী হারুন ডিলার, নুরুল আলম মেম্বার, শাহ আলম চৌধুরী, মজিবুল হক বাবুল, ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী, এস এম মহিউদ্দিন, সরওয়ার জাহান পুতুল, মো. শাহাবুদ্দিন, রহিম উদ্দিন রাজু, রবিউল হোসেন, শফিক বাবু, নজরুল ইসলাম চৌধুরী, কামাল সিকদার, জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম বাবু, শাহনেওয়াজ মুন্না, কে এম হেলাল, রায়হান উদ্দিন, মিনহাজ মাসুম বাবু, জিয়াউদ্দিন মিজান, হাফেজ হেলাল উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ওয়াহিদুল আলম তালুকদার।
ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসাইন ও ওসমান গনি বাপ্পির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মো. রফিক, হুমায়ূন কবির মিন্টু, আবদুল করিম, সাইদুল ইসলাম, মোজাম্মেল শাহ, আবদুল মতিন চৌধুরী, সাজ্জাদ হোসেন জনি, শহিদুল ইসলাম, রহিম রাজ্জাক, মোহাম্মদ রাশেদ, আরিফ, রাফি, জিসান প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অসম্মান করতে পাকিস্তানি চর, দেশদ্রোহী কত কি বলত আওয়ামী লীগ সরকার। অথচ জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বসে থাকেননি, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছেন। প্রেস বিজ্ঞপ্তি।