ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-র বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

| শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি কমিশন শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। ভারতে সংখ্যালঘুদের প্রতি আচরণের ক্রমাবনতি হচ্ছে বলেও জানিয়েছে তারা। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের বার্ষিক প্রতিবেদনে আরও বলেছে, কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নির্দেশনা ও নিয়ন্ত্রণের প্রচেষ্টা আরও বাড়িয়েছে। তারা ভিয়েতনামকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলেছে, ২০২৪ এ ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা ও বৈষম্য বেড়ে চলায় ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি ক্রমাবনতি হওয়া অব্যাহত ছিল। প্রতিবেদনে বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। কমিশন ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে আখ্যায়িত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে পরামর্শ দিয়েছে আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড এনালাইসিস উইং এবং তাদের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।

রয়টার্স জানায়, বুধবার ভারত মার্কিন কমিশনের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে সেটি পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়নের ধরনের একটি অংশ। এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাবের বিষয়ে অভিন্ন উদ্বেগের কথা জানানো ভারত ও ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর ফলে ওয়াশিংটন দেশগুলোর মানবাধিকার সমস্যাগুলো অগ্রাহ্য করছে বলে মত বিশ্লেষকদের। ২০২৩ থেকে ভারত যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যস্থল করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টি যুক্তরাষ্ট্র ও ভারতের মিত্রতায় একটা অস্বস্তি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে থাকা এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার চক্রান্ত রুখে দিয়ে এর সঙ্গে ‘র’ এর সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব জড়িত বলে অভিযোগ এনেছে ওয়াশিংটন। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি আখ্যায়িত করা ভারত ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মোদী গত বছরের এপ্রিলে মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে তাদের অনেক সন্তান বলে উপহাস করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনেও কয়েক বছর ধরে ভারতে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। নয়া দিল্লি এই প্রতিবেদনকেও গভীরভাবে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছে। কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় উপদেষ্টা সংস্থা। কমিশনটি বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার বিষয়টি পর্যবেক্ষণ করে এবং সরকারকে এ বিষয়ে নীতিগত পরামর্শ দেয়। তবে কমিশনের সুপারিশগুলো মানা বাধ্যতামূলক না হওয়ায় মার্কিন সরকার ‘র’ এর বিরুদ্ধে কেনো নিষেধাজ্ঞা দেবে, এমন সম্ভবনা কম।

পূর্ববর্তী নিবন্ধপুতিন শিগগিরই মরবেন, আশায় জেলেনস্কি
পরবর্তী নিবন্ধইদ্রিস আলম তালুকদার