চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি লায়ন মো. হাকিম আলী বলেছেন, সময়ের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও উন্নয়নমূলক দেশ হিসেবে গড়তে হলে সবাইকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সফলের পাশাপাশি একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক দেশ গঠনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
গত বুধবার কর্ণফুলির শিকলবাহা ক্রসিং এলাকার একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী মুহাম্মদ মুশাররফ হোসেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং যুগ্ম–সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম পাভেল, মুহাম্মদ সাইফুদ্দিন, জাবেদ হোসেন ইমন, কামরুল ইসলাম বাবু, আরিফ উদ্দিন, মুহাম্মদ জসিম, বিমল দে, মুহাম্মদ আরিফ, ইমরান, সাজিদ, সাকিবসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা। প্রেস বিজ্ঞপ্তি।