পরিচয় যদিও আছে আমার
চেনে জ্ঞাত–অজ্ঞাত সর্বজন,
বাঙালি আমি বড় পরিচয়
তবুও সংশয়ে পড়ি সর্বক্ষণ।
বঙ্গভূমিতে জন্ম আমাদের
হেসেখেলে হয়েছি বড়ো,
তবে কেন বিবাদ খোঁজো
কেন হিংসা –বিদ্বেষ করো।
বাংলার আলোবাতাস পেয়ে
গ্রহণ করেছি শিক্ষা,
মনুষ্য জাতি সবার আগে
এই হোক পরম দীক্ষা।
আর কেন ভাই ধর্ম খোঁজো
শ্রেষ্ঠ হলো মানব ধর্ম,
মিলেমিশে থাকি সকলে
সুন্দর হোক সবার কর্ম।