মা-বাবা না থাকায় বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ

চকরিয়ায় যুবক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বাবামা না থাকার সুযোগে বাড়িতে ঢুকে ১৬ বছরের এক কিশোরীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় কিশোরীর চিৎকারে পাশের বাড়ি থেকে দুই চাচা এগিয়ে এসে ধর্ষক যুবককে ঝাপটে ধরে পুলিশে খবর দেয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গেলে ওই ধর্ষককে পুলিশে সোপর্দ করা হয়।

গত বুধবার ভোররাত তিনটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নে এক দিনমজুরের বাড়িতে এই ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। ধর্ষকের নাম মোহাম্মদ সাগর (১৯)। সে খুটাখালী ইউনিয়নের ভিলেজার পাড়ার নুরুল আবছারের ছেলে।

ধর্ষিতার বাবা বলেন, আমি মেয়েকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে পাশের উপজেলা ঈদগাঁওয়ে শ্বশুর বাড়িতে যাই। ভোররাতে সেহরি খাওয়ার জন্য মেয়ে জেগে ওঠে এবং বাড়ির দরজা খুললে সে সুযোগে ঢুকে পড়ে পাশের ভিলেজার পাড়ার সাগর। এ সময় মেয়েকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে সে। এর পর সাগর পালিয়ে যাওয়ার সময় মেয়ে চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা আমার দুই ভাই এসে ধর্ষক সাগরকে ঝাপটে ধরে এবং পুলিশে কল দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ বাড়িতে হাজির হলে ধর্ষক সাগরকে হস্তান্তর করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘৯৯৯ মারফত খবর পেয়ে আমরা মেয়ের বাড়িতে যাই। এ সময় ধর্ষককে সাগরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখা হয়। হেফাজতে নেওয়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা