মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেইম খেলতে না দেওয়ায় মহেশখালীতে মোরশেদুল ইসলাম (১২) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগতরাত আনুমানিক ১১ টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোরশেদুল ওই এলাকার মোক্তার আহমদের পুত্র।
পরিবার জানায়, রাতে মোরশেদুল মোবাইলে ফ্রি ফায়ার গেইম খেলার জন্য মায়ের কাছ থেকে মোবাইল চায়। তার মা মোবাইল না দিলে অভিমান করে রুমে ঢুকে পড়ে। কিন্তু সেহেরির সময় মোরশেদুল না উঠলে তার রুমে খুঁজতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মোরশেদুল সবার মতো মোবাইলে অনলাইন ফ্রি ফায়ার গেইম খেলতো বলে জানায় সহপাঠীরা। তবে এই মোবাইল গেইম আসক্তি থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার বিষয়টি দুঃখজনক বলছেন এলাকার স্থানীয়রা।
কিশোরের এমন অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক/এইচ