রাশেদ রউফ – এর অন্ত্যমিল | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ সবাই আছে তর্কে ঘরের ভেতর ষড়যন্ত্র শত্রুরা কেউ রাস্তায় বন্ধুরাও দূরের পথিক কেউ নেই আজ আস্থায়। শৃঙ্খলা নেই কোথাও এখন যে যেদিকে পারছে এক টাকাতে তুলছে খুঁটি দুই টাকাতে গাড়ছে। নৈতিকতার ধার ধারে কে সবাই আছে তর্কে ঘরকে এখন বাতিল করে আপন করছে পরকে।