সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ ভাটিয়ারী মহল্লাবাসীর উদ্যোগে গত শনিবার ফৌজদারহাট স্টেশনস্থ ফকিরা জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফকিরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতী সন্তান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী।
ফকিরা জামে মসজিদের খতিব মাওলানা মাইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. আজম চৌধুরী, সাবেক মেম্বার মোহাম্মদ রহমান, রিপন চৌধুরী, জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, মো. জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার সাকিব, মো. তসলিম, জাহিদুল আনোয়ার চৌধুরী প্রমুখ।
এসময় আসলাম চৌধুরী বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সহনশীল ও ধৈর্যশীল হতে হবে। ইসলামের হুকুম আহকাম মেনে চললে পরিবার সমাজ এলাকা এবং দেশে শান্তি বিরাজ করবে। তরুণ প্রজন্মকে ন্যায় সততা ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে পড়ালেখার প্রতি মনোযোগী করে তুলতে হবে। যেকোনো ভুল বুঝাবুঝি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে।