একাত্তরে বাঙালি জাতির ওপর পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিভীষিকার ভয়াল রাতটিকে আলো নিভিয়ে স্মরণ করবে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এক মিনিট পুরো দেশ অন্ধকারে থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল রোববারের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণহত্যা দিবস স্মরণে ওইদিন সারাদেশে রাত ১০:৩০ মিনিট থেকে ১০:৩১ মিনিট, ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট করা হবে। এ কর্মসূচির আওতামুক্ত থাকবে কেবল কেপিআই ও জরুরি স্থাপনা। খবর বিডিনিউজের।
তবে গুরুত্বপূর্ণ সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।