ফটিকছড়িতে অষ্টম সংঘরাজ শীলালঙ্কার ও রাজগুরু আর্যমিত্রের ৯ম স্মরণসভা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৩:১৬ অপরাহ্ণ

ফটিকছড়ির নানুপুরে শীলালঙ্কার-রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম সংঘরাজ শীলালঙ্কার মহাস্থবির ও রাজগুরু আর্যমিত্র মহাস্থবির এর ৯ম স্মরণসভা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ ও ২১ মার্চ নানুপুর আনন্দধাম বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নানুপুর আনন্দধাম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়াশ্রী স্থবিরের বরণোৎসব সম্পন্ন হয়।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বুদ্ধকীর্তন, ত্রিপিটক চ্যান্টিং, স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার ও শিক্ষা সামগ্রী প্রদান, প্রয়াত দাতা সদস্য ও নানুপুর-নিশ্চিন্তাপুর গ্রামের প্রয়াতদের স্বরণে অষ্টপরিষ্কাসহ সংঘদান, স্বরণসভা ও মহাস্থবির অভিধা প্রদান ও কর্মময় জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

শেষদিন অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন ভদন্ত জ্যৌতিশাক্য ভিক্ষু, আশীর্বদক ছিলেন অগ্গমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন- সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাস্থবির। উদ্বোধক ছিলেন- সদ্ধর্মবারিধি সুগতপ্রিয় মহাস্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন- কর্মদূত জিনালংকার মহাস্থবির ও কর্আসারথী শাসনানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন- ধর্মদূত ড. সংঘপ্রিয় মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন- ভদন্ত ড. ধর্মকীর্তি মহাস্থবির।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ধর্ষণ চেষ্টা, একজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, নিখোঁজ ৪০