দৈনিক গিরিদর্পণ এবং সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার নগরীর কদম মোবারক মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক গিরিপর্দণের পরিচালনা সম্পাদক মোনায়েম খান (এম কে মোমিন)।
এতে উপস্থিত ছিলেন দৈনিক নয়াবাংলার সম্পাদক ও প্রকাশক জেড এম এনায়েত উল্লাহ হিরু, সাপ্তাহিক ইজতিহাদের সম্পাদক মঈনুদ্দীন কাদেরী শওকত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এম এনামুল হক চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদ, দৈনিক করতোয়ার চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল উদ্দিন খোকন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল আলম, স্বাধীন সংবাদপত্র পাঠক পরিষদের সভাপতি জামাল উদ্দিন, সাপ্তাহিক পূর্ববাংলার সম্পাদক এম আলী হোসেন, দৈনিক এই বাংলার চট্টগ্রাম ব্যুরো প্রধান মঈনুদ্দিন সোহেল, সাংবাদিক এহসানুল করিম হাসান, মো. সাইফুল ইসলাম, ফরহাদ আমিন ফয়সাল ও রোকন উদ্দিন আহমদ, মানবাধিকারকর্মী সরওয়ার হোসেন মানিক, সাংবাদিক আবু জাফর মোহাম্মদ লাভলু, মো. সাইদুল আলম, মানবাধিকারকর্মী মুছা খান, কাজী মুরাদুল ইসলাম ভান্ডারী, সাংবাদিক ফারদিন খান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, ফারহান খান, মো. রাসেল, মো. ইউনুস মেহেদী, মো. তানভির প্রমুখ।
বক্তারা বলেছেন, চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহম্মেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার আলোকবর্তিকা। প্রেস বিজ্ঞপ্তি।












