আবির রাঙা মেয়ে

শবনম ফেরদৌসী | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

সন্ধ্যে তারা দেখে আমায়

বলছে ডেকে ডেকে,

কোথায় যাও গো মেয়ে তুমি

মুখে আবির মেখে।

রং লেগেছে মনে সবার

বসন্তে ফুল ফুটেছে,

ফাগুনের আগুনে রাঙিয়ে দিলাম

রঙিন হয়ে উঠেছে।

সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম

ভেসে যাবে বাতাসে,

দক্ষিণ হাওয়া উড়িয়ে দিলো

ছড়িয়ে গেলো আকাশে।

ফাগুনের আগুনে রাঙিয়েছি মন

তোমার ছোঁয়া পেয়ে,

তারার আলো দিলাম তোমায়

আবিররাঙা মেয়ে।

পূর্ববর্তী নিবন্ধআমাদের হামজা
পরবর্তী নিবন্ধগ্রামীণ ক্ষমতা কাঠামো সামাজিক বিচার ব্যবস্থা সালিশ