মসজিদ থেকে বাড়ি ফেরা হলো না খতিবের, সড়কে মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোজাহারুল ইসলাম (৪০) নামে এক খতিব নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাটের গুলগুলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত খতিব ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের আমির বঙের ছেলে এবং একই ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের নূরে মদিনাতুল মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খতিব ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মহাসড়কের ছোট দারোগার হাটের গুলগুলা বাজারে পৌঁছালে দ্রুত গতির অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক জয়নাল আবেদিন বলেন, মসজিদের খতিব মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে নূরে মদিনা জামে মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন। ফজরের নামাজ পড়ানো শেষে বাড়ির ফেরার উদ্দেশ্যে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন। তিনি খুব আন্তরিক ও ভালো মানুষ ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করেন কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাহাড়ি বনে বিরল হরিয়াল