নগরীর খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকার ডেবার পাড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র যুবদল–ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ এবং তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতরা হলেন জিহাদুর রহমান জিয়াদ, কামাল হোসেন, আনোয়ার হোসেন মোনা ও রমিজ। এদের মধ্যে জিয়াদ ও কামাল যুবদলের সদস্য।
খুলশী থানার ওসি মজিবুর রহমান কাওসার বলেন, রাত ৯টার দিকে জিইসি এলাকায় ঈদের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে কুসুমবাগ ডেবার পাড় এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই খুলশী থানার ওসি মজিবুর রহমান কাওসারকে প্রত্যাহার করা হয়েছে। কোতয়ালী থানা পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেনকে এ দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।