বোয়ালখালীতে পৃথক ২ মামলায় ২ ব্যবসায়ীকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মিলিটারিপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, ওজন, পরিমাপ ও মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২ ধারা লঙ্ঘন করায় আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির দীপক তালুকদারকে ১ লাখ ও করিম সল্ট ক্রসিং এন্ড রিফাইনারির সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম জেলার ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজুমদার জয় ও থানা পুলিশ সহযোগিতা করেন।