গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ২:৪৬ অপরাহ্ণ

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের (জিএমসিএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ম্যানচেস্টারের স্থানীয় শাহাজালাল মসজিদে ১৯ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী ছিলেন পরিচালনায়। আয়োজনে ছিলেন সংগঠনের সহ সভাপতি আনোয়ারুল আজিম।

ইফতার আয়োজনে স্থানীয় বিভিন্ন কমিউনিটিতে আন্তরিকতা সম্পর্ক গড়ে ওঠে, যা দূর করে মনের দূরত্ব, বৃদ্ধি করে ঘনিষ্ঠতা, জোরদার হয় ভালোবাসা, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি। শাহাজালাল মসজিদ এবং জিএমসিএ এর যৌথ পরিচালনায় ও তত্ত্বাবধানে সুশৃংখল এবং আন্তরিক আতিথিয়তায় নানা বয়সী এবং বিভিন্ন পেশার মানুষ ইফতার করেন সেখানে।

সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর ইসহাক, শাহেদ মালেক, মহিদুল মাওলা, নাজমুল হক রিবন, রিয়াদ কাদেরী, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ খান টিটু, মোরশেদ, জামাল আহমেদ, দিপু সারোয়ার উদ্দিন, সামস ইলিয়াছ, জয়নাল আবেদীন নিপু, ফখরুল আলম, মুনির হোসেন, হুমায়ন কবির, আসিফ, মোহাম্মদ জাহেদ, মহিউদ্দিন, রাশেদুল চৌং ফায়েজউল্লাহসহ অনেকে।

বিশেষভাবে উল্লখযোগ‍্য সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের সন্তান সায়ান মওলাকে কোরআনে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জনের জন‍্য সন্মাননা ক্রেস্ট প্রদান মিসনস হেড অব সেনসরি আবু সালেহ মুহাম্মদ মুছা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় জিমসিএর পক্ষ থেকে।

সংগঠনের সভাপতি এসএম ফয়সাল কবির নিক্সন মনে করেন এমন উদ্যোগ কমিউনিটিতে আরো সম্প্রীতি বৃদ্ধি করবে। তিনি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস ম‍্যানচেষ্টারের সকল কর্মকর্তাকে সবসময় জিএমসিএর পাশে থেকে সহযোগিতা করার জন‍্য।

আরো ধন‍্যবাদ জানান সংগঠনের সকল সদস্যদের এবং শাহজালাল মসজিদের সিলিক, হান্নান, হেলালসহ অন্যান্যদের এই ইফতার আয়োজনে সহযোগিতার জন্য।

ইফতার মেহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি লিডার ম‍্যানচেষ্টার লুৎফুর রহমান, সলিসিটর তুহিন রহমান, সলিসিটর মোহাম্মদ চান রহমান, জাহাঙ্গীর চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক তৈবুর রহমান শ্যামল, শমসের চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদসহ সামাজিক সংগঠকএবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘন্টায় চট্টগ্রামে গ্রেফতার আরও ৩৮ আ.লীগ নেতাকর্মী
পরবর্তী নিবন্ধদেশিয় অস্ত্রসহ মীরসরাইয়ে ৪ ডাকাত আটক