দেশের প্রধান ক্রীড়া ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল নেই দীর্ঘ সময় ধরে। সংস্কারের নামে এই স্টেডিয়াম ফুটবলের বাইরে এখন। এখানে আবার কবে ফুটবলারদের পা পড়বে, সেটাই প্রধান আলোচনায়। গতকাল বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে নগর ভবনে আলোচনার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ হবে ঢাকা স্টেডিয়ামে। ক্রীড়া উপদেষ্টার সাথে তাবিথ আউয়ালের এই আলোচনা ছিল মূলত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে বাদ দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে। ক্রীড়া উপদেষ্টাই বাফুফে সভাপতিকে ডেকেছিলেন। এই বিষয় নিয়ে আলোচনার পর উঠেছিল ঢাকা স্টেডিয়াম সংস্কার প্রসঙ্গ। বাফুফে সভাপতি বলেন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আমার শেষে কথা হয়েছে ঢাকা স্টেডিয়াম নিয়ে। কবে ফুটবলের জন্য তৈরি হবে, তা নিয়ে কথা হয়েছে। আমরা আশা করতে পারি, এ মাসেই যদি কাজ শুরু হয় তাহলে সিঙ্গাপুর ম্যাচের জন্য আমরা এই স্টেডিয়াম হোমভেন্যু হিসেবে পাবো। আগামী ২৫ মার্চ শুরু হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে দীর্ঘ সময় পর ফুটবল ফিরবে দেশের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা জাতীয় স্টেডিয়ামে।