হাটহাজারীতে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলার ২নং ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার শারমিন। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কাটিরহাট এলাকায় এক ব্যক্তি সরকারি ভিপি জায়গা বিধি মোতাবেক সরকার থেকে লিজ নেয়। এই লিজকৃত জায়গা অন্য এক ব্যক্তি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে রাখে। বিষয়টি অবহিত হয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমে ঘটনার সত্যতা পায়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকার থেকে লিজ নেওয়া ব্যক্তিকে তার জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত গুণীজন সাতকানিয়া-লোহাগাড়া: প্রজন্মের জিজ্ঞাসার জবাব
পরবর্তী নিবন্ধক্লিনিক লাগোয়া দোকানে আগুন, আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পড়ে আহত নার্স