ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি ফুসকার দোকান। এ ঘটনায় ফুসকার দোকানের পাশে ফটিকছড়ি ক্লিনিক নামক প্রতিষ্ঠানটি রক্ষা পেলেও ক্লিনিকের বাইরে থাকা এসি, পাইপসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের সামনে এ ঘটনা ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের ভয়াবহতা দেখে ক্লিনিকের ছাদ থেকে লাফ দিয়ে টুম্পা নামের একজন নার্স আহত হয়েছেন। আগুন ছড়িয়ে পড়লে ক্লিনিকে থাকা রোগী, রোগীর স্বজন এবং অন্যান্যরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। প্রত্যক্ষদর্শী এমরান, সিএনজি চালক হারুন ও ফয়সালের সাথে কথা বলে জানা যায়, ফটিকছড়ি ক্লিনিকের পাশে থাকা ফুসকার দোকানটিতে আগুন ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই দোকানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আগুনে ফটিকছড়ি ক্লিনিকের এসি, পাইপসহ বাইরে থাকা জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ব্যাপারে ফটিকছড়ি ক্লিনিকের ম্যানেজার মো. ফারুক বলেন, আমাদের পাশের দোকানটিতে আগুন লেগেছে। আমাদের ক্লিনিকে আগুন লাগেনি। বাইরে সামান্য ক্ষতি হয়েছে।