বিয়োগ ব্যথার কয়েকটা দিন

সাদিয়া আফরিন | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

বহুদিন দেখা হয়নি তোমার সাথে

কোলাহল মুখর পৃথিবীতে বহুদিন

লুকোচুরি খেলেনি আমাদের কথারা।

আঙুলে আঙুল ছুঁয়ে বহুদিন

হেঁটে যাইনি পাশাপাশি

নির্জনতার নিঃসৃত আবদারে

ভেসে যায়নি আমাদের যুগল ঠোঁট।

চোখে চোখে কথা হয়নি বহুদিন….

স্বপ্নরা অসহায় বেঁচে আছে তবু।

পৃথিবী ঘুমিয়ে গেলে

জেগে থাকে চোখের পাতারা

কষ্টরা নিকোটিনের ধোঁয়ার মত

হাহাকার নিয়ে মিশে যাচ্ছে অন্ধকারে।

মাঝে মাঝে কিছু ভাসমান মেঘ

মলিন মুখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে।

বহুদিন শোনা হয়নি সমুদ্রের গর্জন।

সেই কবে!

এক রুপোলি সন্ধ্যায়

আমাদের পদযুগল এঁকেছিল কিছু চিহ্ন

নোনা জলের বালুকায়।

ঝলমলে নক্ষত্রময় আকাশে

রুপোর থালির মত চাঁদ

দেখা হয়নি বহুদিন….

বহুদিন..

বহুদিন অজস্র বিয়োগ ব্যথা নিয়ে

প্রেমঅপ্রেম ছাড়িয়েছে

নিস্তব্ধ শহরের বুক।

বহুদিন দেখা হয়নি তোমার আমার

বহুদিন…….

পূর্ববর্তী নিবন্ধকাকডাকা ভোর
পরবর্তী নিবন্ধতুমি ভালোবাসলে