আর যখন কোন অকল্যাণ পৌঁছতো তখন মূসা ও তাঁর সঙ্গীদের অমঙ্গলের জন্য দায়ী করতো; শুনে নাও!
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৩১) সূরা আল–আ’রাফ।
যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয়।
– আল–হাদিস (মোসলেম)।
ধনীরা বড়দের সম্মান করতে এবং দরিদ্রদের গালমন্দ করতে বেশি পছন্দ করে।
– ডাব্লিউ জি বেনহাম।