রাঙামাটির লংগদু উপজেলায় গৃহবধূকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ গ্রেপ্তার মো. সোহাগকে (৩৮) আদালতে সোপর্দ করেছে। তিনি উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে এবং পেশায় মোটরসাইকেলচালক।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ভিকটিম তার ভাইয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে অভিযুক্ত সোহাগ গৃহবধূর চোখমুখ চেপে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করে। ভিকটিম চিৎকার চেঁচামেচি করলে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভিকটিম এবং তার পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে গত মঙ্গলবার দিবাগত রাতে। রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।