নগরীর কালুরঘাট সিএমবি বালুরটাল পাম্প এলাকায় লোকাল বাসে উঠার সময় আরেকটি লোকাল বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন কান্তি দে রাঙ্গামাটি জেলার রাজস্থলী এলাকার বাসিন্দা। তিনি থাকতেন চান্দগাঁওয়ের মোহরা মৌলভীবাজার এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্য নুরুল আলম আশেক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি লোকাল বাসে উঠছিলেন লিটন। এ সময় আরেকটি লোকাল বাস এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।