বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু–স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দ্বীপে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। সুষ্ঠু, সঠিক নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে বিগত ফ্যাসিস্ট সরকার সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছে। িআদর্শিক মেধাবৃত্তিক রাজনীতি চর্চা করতে হবে। কোন ধরনের অনৈক্য ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, ধানের শীষ যার, আমরা তার। তিনি সদ্য প্রয়াত পৌরসভার বিএনপির আহবায়ক রিপন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করেন।
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে এবং ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজীব ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দিদারুল আলম, জাহাঙ্গীর হোসেন, আবদুল ওয়াহাব কবির, গাজী হানিফ, মাইনউদ্দীন প্রমুখ।