কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহার পরলোকগমন

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

দৈনিক বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক ও চট্টগ্রাম ব্যুরোর উপব্যুরো প্রধান সুজিত চন্দ্র সাহার বাবা কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা (৭৩) পরলোকগমন করেছেন। গতকাল দিবাগত রাতে নিজ বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ১৯৫২ সালে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ন্যায়মস্তি গ্রামে জন্মগ্রহণ করেন।

কবিয়াল দ্বিজেন্দ্র লাল সাহা বেশ কিছুদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি কবিগানসহ কয়েক দশক ধরে সাহিত্য চর্চার সাথে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনগরে ঈদের প্রধান জামাত এমএ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায়