বাদাম খেলো কে

আলমগীর কবির | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

কাঁদছে খোকন কাঁদছো কেন

চেয়েছিলাম জানতে?

বলল খোকন শুনলে তুমি

পারবে না তা মানতে!

বাজার থেকে বাদাম কিনে

এনেছিলেন বাবা,

বসে বসে খাচ্ছিলাম

আমি এবং সাবা।

দুষ্টু একটা কাঠবিড়ালি

খাচ্ছিল সে বাদাম,

বলি তাকে দাও ফিরিয়ে

বাদামগুলোর যা দাম?

কই পালালো কাঠবিড়ালি

ওই তো কাঁঠাল গাছে,

আমার কথা নেয় না কানে

লেজ দুলিয়ে নাচে!

পূর্ববর্তী নিবন্ধইচ্ছে হলে
পরবর্তী নিবন্ধবন্যপ্রাণীর বন্ধুত্ব