পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড

বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) নিবেদিত প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড গতকাল মঙ্গলবার স্টুডিওতে অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগীর আমীর ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন। ফাইনাল রাউন্ডে বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান, হাফেজ ক্বারী মাওলানা নূর মোহম্মদ আজিজি এবং হাফেজ ক্বারী মাওলানা সাইফুল করিম। পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সঞ্চালনা করেন ড. আবুল কালাম আজাদ। বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে অংশ নেয় আট প্রতিযোগী। এরা হচ্ছেন কাশেফাতুল হোসনা কাউকাবা, মোহাম্মদ আব্দুল্লাহ, তাহফিজা ই ইলাহী, মোহাম্মদ তাউকিরুল ইসলাম, খন্দকার ইসরাত জাহান মুনতাহা, হাফেজা সায়মা ইয়াছমিন আলিফা, সারাহ রুমাইসা, তানজিনাতুল হোসনা তাবিয়া। বিচারকমণ্ডলীর রায়ে তানজিনাতুল হোসনা তাবিয়া প্রথম, খন্দকার ইসরাত জাহান মুনতাহা দ্বিতীয় এবং তাহফিজা ই ইলাহী তৃতীয় স্থান লাভ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ট্রফিসহ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও চূড়ান্ত পর্বের প্রত্যেক প্রতিযোগীকে সাটিফিকেট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইলন সফির ও উম্মে হাবিবা দীনা। সার্বিক সহযোগিতায় ছিল পিএইচপি ফ্যামিলি ও পার্ক ভিউ হসপিটাল। গত ২৩ ফেব্রুয়ারি বিটিভি চট্টগ্রামের স্টুডিওতে অনুষ্ঠানটি যাত্রা শুরু করে। প্রতিযোগিতায় অসংখ্য আবেদন পড়লেও সেগুলো যাচাই বাছাই করে ৩৬০ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন চমেক শাখার ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধহতাম রঙিন পরী