তাসকিনের লজ্জার রেকর্ডের দিনে মোহামেডানের হার

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪০ পূর্বাহ্ণ

হার দিয়ে লিগ শুরু করা তারকা সমৃদ্ধ মোহামেডান জিতেছিল পরের তিনটি ম্যাচ। কিন্তু পঞ্চম রাউন্ডে এসে আবার হারের বৃত্তে আটকে গেল। গতকাল গাজি গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬৫ রানে হেরেছে মোহামেডান। বিকেএসপির ৪ নম্বর মাঠে গতকাল মঙ্গলবার আবারও টস জিতে প্রতিপক্ষ গাজী গ্রুপকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মোহামেডান অধিনায়ক। শুকনো এবং ব্যাটিং সহায় পিচে আগে চাপমুক্ত পরিবেশে রান উৎসবে মেতে ওঠে এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ। অধিনায়ক বিজয়ের অপরাজিত ১৪৯* আর ওপেনার সাদেকুর রহমানের ৬০ ও তোফায়েলের ২৯ বলে ৬২ জোড়া ফিফটিতে গাজী গ্রুপ ৩৩৬ রানের বড় পুঁজি করে বসে। ৩৩৭ রানের কঠিন চ্যালেঞ্জ নিতে গিয়ে চরম ব্যর্থ মোহামেডান ব্যাটাররা। ৬৫ রানের বড় পরাজয়ে মাঠ ছেড়েছে সাদাকালোরা। এত বড় রান তাড়া করে জিততে দুটি কাজ সবার আগে দরকার ছিল। দুর্দান্ত শুরু এবং বড় জুটি তথা একাধিক লম্বা ইনিংস। তার কোনটাই পারেননি মোহামেডান ব্যাটাররা। শুরুতে অধিনায়ক তামিম ইকবালই শুধু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। এবারের লিগে পর পর দুটি ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেওয়া মোহামেডান ক্যাপ্টেন বেশি দূর অবশ্য যেতে পারেননি। ৩৪ বলে ৪৮ রানে (৩ ছক্কা ও ৫ বাউন্ডারি মেরেছেন) গাজী গ্রুপের বাঁহাতি স্পিনার আবুল হাসিমের বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়ান তামিম। এর বাইরে মোহামেডানের আর দুইজন মাত্র রান করেছেন। একজন ওপেনার রনি তালুকদার ৯০ বলে ৭৪, অপরজন মুশফিকুর রহিম ৪৬ বলে ৪৯ রান। কিন্তু দুজনই ওভারপিছু লক্ষমাত্রার চেয়ে স্লথ থাকায় সেই ইনিংস দুটি কোনো কাজে আসেনি। গাজী গ্রুপ অধিনায়ক এনামুল হক বিজয়ের ১৪৩ বলে ১৪৯ রানের বড় ইনিংসের সাথে শেষ দিকে তোফায়েলের ২৯ বলে ৬২ রানের ঝোড়ো ক্যামিওর জবাব দিতে ব্যর্থ মোহামেডান অলআউট হয়েছে ২৭১ রানে। এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েন মোহামেডানের পেসার তাসকিন আহমেদ। ১০ ওভার বল করে তিনি রান দিয়েছেন ১০৭। যা ঢাকা প্রিমিয়ার লিগেতো বটেই লিস্ট ‘এ’ ক্রিকেটেও সবচেয়ে খরুচে বোলিং এর রেকর্ড। গত বছরের লিগে স্বীকৃত ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ৯ ওভারে ১০৪ রান দিয়েছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নামা ইকবাল। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শাহাদাত ১০ ওভারে খরচ করেছিলেন ১০৪ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের আর কোনো বোলার একশর বেশি রান খরচ করেননি। চলতি লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ ওভারে ৯৯ রান দিয়েছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুক্তার আলি।

পূর্ববর্তী নিবন্ধএপ্রিলে ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভ্যাল
পরবর্তী নিবন্ধএশিয়ান জোনাল ৩.২ দাবায় ওপেন ও মহিলা বিভাগে বাংলাদেশের শিরোপা অক্ষুণ্ন