সিএসইতে লেনদেন ৩.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩.৮৩ কোটি টাকা। ১,৮৫০ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৬৯.২৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.৪১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪১.৪৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৬৪.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,২৫১.২৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, দাম কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির ।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ারা কি চিরকাল মরে মরেই বেঁচে যাবে?
পরবর্তী নিবন্ধইত্যাদিতে গুজব নিয়ে নাটক দেখাবেন বিদেশিরা