ইত্যাদিতে গুজব নিয়ে নাটক দেখাবেন বিদেশিরা

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এবারও বিদেশিদের নিয়ে সাজানো হয়েছে একটি বিশেষ পর্ব। তাদের নিয়ে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে গুজব নিয়ে একটি নাটিকা। যেখানে অংশ নিয়েছেন প্রায় ১২টিরও বেশি দেশের নাগরিক। পর্বটি তৈরি হয়েছে এবারের ঈদ ঘিরে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে ইত্যাদির পর্বে বিদেশি নাগরিকদের নিয়ে একটি অংশ প্রচার হয়। যেখানে নানা ধরনের ঘটনার শেষে শিক্ষামূলক বক্তব্য তুলে ধরা হয়।

এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশ নিয়েছেন। তারা দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাদের ছুটির দিনগুলোতে ইত্যাদির জন্য মহড়া করেছেন বলে জানিয়েছে ফাগুন অডিও ভিশন।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন ইত্যাদির নির্মাতা, সঞ্চালক হানিফ সংকেত। তিনি বলেন, তারা অপেশাদার হলেও অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে তা কখনোই ভোলার মত নয়। আশা করি এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে। ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘ইত্যাদি’।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩.৮৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদীর্ঘ ক্যারিয়ারে নতুন প্রাপ্তি জয়ার