নাজিরহাটগামী ট্রেনের যাত্রী সেবা বাড়ানো হোক

| বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর মিষ্টি মরিচের সুনাম সারা দেশ জুড়ে রয়েছে। মিষ্টি মরিচের জন্য বিখ্যাত হলেও অন্যান্য শাকসবজি যেমন আলু, বেগুন, সীম, বরবটিসহ মৌসুমি সব সব্জির বাম্পার ফলন হয় এই অঞ্চলে। ফলমূল উৎপাদনেও পিছিয়ে নেই এই অঞ্চলের কৃষকরা। তারা নিজ নিজ এলাকার চাহিদা পূরণ করে প্রতিদিন শহরেও নানান রকম টাটকা শাকসবজি সরবরাহ করে থাকে। এতে করে শহরের মানুষ যেমন ফরমালিনমুক্ত ফ্রেশ সবজি পেয়ে উপকৃত হচ্ছে, তেমনি লাভবান হচ্ছে আমাদের এই এলাকার পরিশ্রমী কৃষকরাও। তাদের এই সুন্দর দৃশ্য দেখা যায় নাজিরহাট টু চট্টগ্রাম শহরগামী সকাল ৬ টার ট্রেনে বিশেষ করে কাটিরহাট, সরকারহাট ও চারিয়া স্টেশনে। তাদের কথাবার্তা ও পণ্য ট্রেনে তোলার প্রতিযোগিতায় মুখরিত থাকে কাক ডাকা সকাল। পণ্য রাখার বগি পর্যাপ্ত না থাকায় কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যাত্রীর বগিতে করে শহরে পণ্য নিয়ে যায়। ফলে যাত্রীদেরও সমস্যা হয়। মূলত, নাজিরহাট আর কাটিরহাটের যাত্রী ও পণ্যে ট্রেন ভরপুর হয়ে যায়। যাওয়ার সময় বিশেষ করে সরকারহাট, চারিয়া, হাটহাজারীসহ অন্যান্য স্টেশনের যাত্রীরা দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেনের ভেতর সরিষা ফেলার জায়গাও থাকে না। প্রতিদিন সিট ক্যাপাসিটি থেকে দ্বিগুণ মানুষ দাঁড়িয়ে আসাযাওয়া করে এই ট্রেনে। অনেকেই আবার ঝুঁকি নিয়ে দরজায়ও বসে পড়ে। সুতরাং, নাজিরহাটগামী যাত্রীর যাতায়াত সুবিধা, নিরাপত্তা এবং পণ্য সরবরাহের সুযোগ বাড়াতে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নূর উদ্দীন

হাটহাজারী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যার আজিজুল হক : শিক্ষাবিদ ও সমাজব্রতী
পরবর্তী নিবন্ধটক্সিক মানুষ চেনার উপায়