এক সপ্তাহের মধ্যে সন্ত্রাস-দখলদারদের নামের তালিকা জেলায় পাঠানোর নির্দেশ

উত্তর জেলা বিএনপির সভায় গোলাম আকবর খন্দকার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:২১ পূর্বাহ্ণ

দলের নাম ভাঙিয়ে দখল ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে এমন ব্যক্তিদের তালিকা করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এ তালিকা করার নির্দেশনা দিয়েছেন। তালিকা প্রস্তুত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

এদিকে আওতাধীন সাংগঠনিক ইউনিটগুলোতেও এ তালিকা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিশেষ প্রতিনিধি সভা ডেকে আগামী এক সপ্তাহের মধ্যে তালিকা প্রস্তুত করে জেলায় প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

গোলাম আকবর খোন্দকার বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে উত্তর জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সভা আহ্বান করে প্রতিটি এলাকার সন্ত্রাস দখলদারদের নাম চিহ্নিত করে জেলার কাছে পাঠাতে হবে। দলের ঐতিহ্য রক্ষা করতে দলের হাই কমান্ড কঠোর অবস্থানে রয়েছেন। আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সনএর এ উপদেষ্টা বলেন, কোনো দলীয় নেতাকর্মীর কারণে বিএনপির সুনাম ক্ষুন্ন হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘ সতের বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি এ অবস্থা (দলের সুনাম ক্ষুণ্ন করার জন্য) দেখার জন্য আন্দোলন করেনি। ছদ্মবেশী অনেকে আজ বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন ফায়দা লুটের পায়তারা করছে। আমাদের দলের ঐতিহ্যকে রক্ষা করতে এইসব সন্ত্রাসী চাঁদাবাজদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলা ও পৌরসভা তাদের এলাকায় বালুমহল দখল, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িতদের তালিকা প্রদান করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক আজম খানসহ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআগামী মাস থেকে ডেঙ্গু বাড়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান