কর্ণফুলীতে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে গভীর রাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দক্ষিণ শিকলবাহার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের তালতলা থেকে টাওয়ারের গোড়া পর্যন্ত মিছিল করে জনাবিশেক ছাত্রলীগ নেতাকর্মী। এসময় হাতে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল খুলশী থানার তুলাতলী সিগনালের গোড়া রুবেলের কলোনীর আব্দুস শুক্কুরের ছেলে মো. জিহাদ হোসেন (১৯), নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদার বাড়ির মেসি পুকুর এলাকার মৃত ইদ্রিস হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (১৯), নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক রংপুর কলোনীর মো. জালালের পুত্র মো. জলিল আহমেদ রকি (২৪) এবং চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট চেয়ারম্যান বাড়ি এলাকার মাহবুবুর আলমের পুত্র রেদোয়ান হোসেন হৃদয় (১৯)

পুলিশ জানায়, ঝটিকা মিছিলে তারা হাতে লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে জনমনে আতংক ও ভীতির সৃষ্টি করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। কর্ণফুলী থানা পুলিশের একটি টিম মিছিলের আপলোড ভিডিও পর্যালোচনা করে সেখান থেকে ছবি সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅপরিচ্ছন্ন পরিবেশে ইফতার তৈরি, খাদ্যে তেলাপোকা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে অপহরণ চেষ্টা, গ্রেপ্তার ২