চট্টগ্রামের মীরসরাই ও হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা ও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্ঘটনা দুটি ঘটে।
মীরসরাই প্রতিনিধি জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই পথচারী। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীরা রানী ভৌমিক খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন অরুপ নাথ (১৮) ও স্বপন নাথ (৭০)। আহত স্বপন নাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষিকা মীরা রানী ভৌমিক ও আহত পথচারীরা গাড়িতে ওঠার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় অটোরিকশা চাপায় বিবি খাদিজা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বিবি খাদিজা বুড়িশ্চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কন্যা। তাদের নিজ বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার আদর্শ গ্রামের নিঝুম দ্বীপে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালের দিকে নিজ বাসার পাশে রাস্তায় খেলা করার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত রিকশা শিশু খাদিজাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার মাথার উপর দিয়ে রিকশাটি চলে গেলে গুরুতর আহত হয় শিশুটি। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য রাশেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।