বিএসটিআইয়ের অনুমোদন নেই, আফমী প্লাজায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্নেলহাট কাঁচাবাজার ও হালিশহরে অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:০৯ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের আফমী প্লাজায় কসমেটিকসের দোকানসহ ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বিএসটিআইয়ের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আফমী প্লাজার অনেকগুলো দোকানে ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির চিত্র প্রত্যক্ষ করেন ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করতে বলে দেওয়া হয়েছে। যদি করে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল নগরীর কর্নেলহাট কাঁচাবাজার ও হালিশহরের চৌধুরী পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। কর্নেলহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার আওতায় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৫টি মামলায় সাড়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া হালিশহরের চৌধুরীপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানায়, অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম রমজান মাসব্যাপী চলবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা বিএনপির তিন সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি বাতিল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক খুন