প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘ডকুমেন্ট এন্ড এভিডেন্স কোলেশন ফর এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট (ইকিউএ) ভিজিট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ অনুষ্ঠিত কর্মশালায় ফ্যাসিলিটেটর ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়েদ ফররুখ আহমেদ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই, ইইই, আইন, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষকদের নিয়ে এই কর্মশালায় আইকিউএসি–প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, অ্যাডিশনাল ডিরেক্টর (ইটিএল) প্রফেসর এম. মঈনুল হক ও অ্যাডিশনাল ডিরেক্টর (কিউএ) মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। ড. সায়েদ ফররুখ আহমেদ কর্মশালা পরিচালনাকালে অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ড এবং ক্রাইটেরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্ট্যান্ডার্ড এবং ক্রাইটেরিয়ার গুণগত মান নিশ্চিত করার জন্য যথাযথ ডকুমেন্টেশন নিয়েও বিস্তারিত আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।