ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে সত্য বিষয় নিয়েও তারা (ভারতীয় মিডিয়া) তিলকে তাল করছে। কিন্তু অন্যান্য দেশ এসব কথা বিশ্বাস করছে না। গতকাল সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্য খবর একবার প্রকাশ করে আপনারা (গণমাধ্যম) দায়িত্ব শেষ করবেন না। ফলোআপ করতে হবে। খবর বাংলানিউজের।

এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পেছানো উচিত হবে না জানিয়ে তিনি বলেন, অনেক আগে থেকেই বিষয়টি জানা, উত্তরণের জন্য আগের সরকার ও ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি। ২০২৬ সালেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, দেশে এখন অর্থ সংকট চলছে, এ জন্য রাজস্ব আয় বাড়াতে হবে। ট্যাক্সজিডিপি রেশিওতে লজ্জাজনক অবস্থায় আছে বাংলাদেশ। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে দেশের জন্য ভালো কিছু করার।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোর কাব লিডার হলেন স্কাউটার সানজিদা আজাদ
পরবর্তী নিবন্ধটেরিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে মেয়র