জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে মাস্টার্স অনলাইন ভর্তি কার্যক্রম আজ শুরু

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন আজ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়া প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৩ এপ্রিলের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। খবর বাসসের।

এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৫ মে থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রমের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Noticeঅপশন থেকে পাওয়া যাবে। এছাড়াও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচী পরবর্তীতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৮টি গবেষণা প্রকল্পে সরকারি বিশেষ অনুদান পেল ইউএসটিসি
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়িতে এক ডজন জুয়াড়ি গ্রেপ্তার