ওয়েল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়েল পার্ক রেসিডেন্সের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল সোমবার উদযাপন করা হয়। খতমে কোরআন, মিলাদ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। হোটেলের হলরুমে আলোচনা সভায় ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এম এ মনছুর বলেন, বিগত বছরের গৌরবময় পথ চলায় গ্রাহকদের মান সম্মত সেবা প্রদান ও গ্রাহক সন্তুষ্টি আমাদের পথচলার পাথেয় ছিল।
আগামীতেও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অধিকতর সেবামান প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বজায় রাখার প্রত্যয় নিয়ে আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আগামীর পথচলার সূচনা করতে চলেছি। তিনি আরো বলেন, ওয়েল গ্রুপ সব সময় তার গুণগত মান, সততা আর কল্যাণে বিশ্বাসী। তাই এ গ্রুপের প্রত্যেক অংগ প্রতিষ্ঠানের নামের আদিতে ওয়েল শব্দটি যুক্ত আছে, ওয়েল পার্ক রেসিডেন্স তাদের মধ্যে অন্যতম।
সভায় বক্তব্য রাখেন ওয়েল গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মঞ্জুরুল আহসান বাবুল। আবু কাইয়ুমের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানা মজুমদার, আলী নওশাদ, মামুন আল রশীদ, রেজাওয়ানুর ইসলাম, খোরশেদ আলম, মেসবাহ উদ্দিন, বিশ্বনাথ দাশ, আব্দুল মাবুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।