ফুটপাত শুধু রাস্তা বা সড়কের সৌন্দর্যই বাড়ায় না, ফুটপাত পথচারীদের নিরাপদে হাঁটা ও চলাচলের উপযুক্ত স্থান। অথচ রাজধানীসহ সারা দেশে ফুটপাতগুলো দখল হয়ে গেছে হকারদের অবৈধ দোকানে। নাগরিক চলাচলের পথ আজ পণ্যসজ্জিত দোকানে রূপ নিয়েছে। পথচারীদের গন্তব্যে পৌঁছানোর রাস্তা সংকুচিত হয়ে পরেছে। ফলে পথচারীরা একপ্রকার বাধ্য হয়েই রাস্তার উপর দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। এতে গাড়ির সঙ্গে মানুষের ছুটোছুটি আর শুধুই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ফলশ্রুতিতে সড়কে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। এ যেন এক নীরব সংকট, যা প্রতিদিনই নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলছে। ফুটপাত শুধু কংক্রিটের পথ নয়, এটি নাগরিকের অধিকার। পথচারীদের নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী,
অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ।