এবং নিশ্চয় আমি ফির‘আউনের অনুসারীদেরকে বছরগুলোর দুর্ভিক্ষ এবং ফল–ফসলের ক্ষতি দ্বারা পাকড়াও করেছি; যাতে তারা উপদেশ মান্য করে।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৩০) সূরা আল–আ’রাফ।
কবিরা গুনাহ সাতটি, এতিমের মাল জুলুম করিয়া খাওয়া ইহার মধ্যে একটি।
– আল–হাদিস (হাকেম)।
এমন লোককে বিশ্বাস করবে, যার হাতে প্রতারিত হবার আশঙ্কা নেই।
– বেন জনসন।