নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত রোববার তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে মৃত্যুর কারণ এবং কারও অবহেলা রয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ মুছা মিঞাকে প্রধান করে সদস্য সচিব করা হয় অ্যানেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক শুভাশীষ তালুকদারকে। অপর সদস্য হলেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক রবিউল আলম। জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় প্রকৃত বিষয়টি তুলে আনতে এ কমিটি গঠন করা হয়েছে। এতে যদি কারও অবহেলার দায় পাওয়া যায়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে চমেক হাসপাতালের ৩২ নম্বর নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের বাবা বেলাল উদ্দিন অভিযোগ করেন, আয়াকে বখশিশ না দেওয়ায় অক্সিজেনের পানি সরবরাহ বন্ধ রাখায় নবজাতক মারা যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটি জন্মের পর থেকেই পেরিনিটাল এসফিক্সিয়া (জন্মগত শ্বাসরোধ), খিচুনিসহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত ছিল।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোডে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আগ্রহী চসিক