বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের শিক্ষা উপকরণ বিতরণ

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের উদ্যোগে পৌরসভার ১৩টি গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান গত ১৪ মার্চ গীতা ও জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মানস চক্রবর্তী।

বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সভাপতি সজল চক্রবর্তীর সভাপতিত্বে ও বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের অর্থ সম্পাদক নান্টু দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক সৈকত। উপস্থিত ছিলেন সঞ্চয় বনিক, দেবাশীষ শীল, সবুজ নম, শান্ত নাথ, লিটন নাথ, অনুপ বনিক, সঞ্চয় নাথ, রবি দে, পার্থ নাথ, বিমল সরকার, বিভাষ ধর, সুভাষ ধর, অঞ্জন চক্রবর্তী, রমেশ চক্রবর্তী ও সুজন ধর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০ দাবিতে ঈদের আগে প্রজ্ঞাপন চান শিক্ষকরা
পরবর্তী নিবন্ধজুলাই মাসের চেতনাকে ধারণ করে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম কাজ করবে