খাগড়াছড়িতে দুই ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মুসলিম পাড়ার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাঈম আল সুলতান ও মো. ইউসুফ প্রকাশ কালা। গতকাল রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ মার্চ রাত ২টা থেকে ৩টার মধ্যে মাটিরাঙ্গা পৌরসভাধীন ২ ওয়ার্ডে মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় মোহাম্মদ মঞ্জুর ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযান শুরু করে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত ধামা, চাকু, চাপাতি, হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। এছাড়া চারটি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও খাবারে ক্ষতিকর রং
পরবর্তী নিবন্ধঅটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ