ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড হোক

শর্মি বড়ুয়া | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৪৫ পূর্বাহ্ণ

রাস্তার সেই পাগলিটাও

ধর্ষিত হয় দিনে রাতে।

ধর্ষিত হয় ছোট্ট শিশু

পুরুষের তৃপ্তির স্বার্থে।

মায়ের সেই আদুরে মেয়ে

ভাইয়ের কলিজাখান,

ধর্ষণের ওই আর্তনাদ শুনে

কেঁদেছে কোটি প্রাণ।

আপন পরের বাটখারাতে

কেউ নয় আজ মুক্ত

পশু ছাড়া মানুষ নয়

ধর্ষণে যে যুক্ত।

মেয়ে দেখলেই হয় যাদের

বড় বড় চোখ,

ধর্ষণের বিচার তবে

মৃত্যুদণ্ড হোক।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীতে দীর্ঘদিন ধরে পানি নেই, পানি চাই
পরবর্তী নিবন্ধসম্পর্কের মাঝে টানাপোড়েন থাকতে নেই