নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইআইইউসির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়ে সাতকানিয়ালোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য দুদককে অনুমতি দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর পক্ষ থেকে নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ হারান। এরপর নদভী ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে নদভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে সেটি মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, আওয়ামী সরকার পতন পরবর্তী গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন।

পূর্ববর্তী নিবন্ধবাইরে তালা দিয়ে মা গেলেন পানের বরজে, ঘরে আগুনে পুড়ে অঙ্গার কিশোরী
পরবর্তী নিবন্ধ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাই কোর্টে বহাল