স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবায় ৮ জন শীর্ষে

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ডলফিনওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টের ২য় রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ফিদে মাষ্টার আবদুল মালেক, দিব্য দাশ,আহমেদ মজুমদার, মুজিবুর রহমান, অভিক সরকার, রবিউল হোসেন, এম কে শাহীন ও দীপংকর চাকমা। গতকাল রোববার অনুষ্ঠিত ২য় রাউন্ডের খেলায় মালেক মারুফকে,দিব্য দাশ মহসিনকে, মজুমদার নাজিফকে,মুজিবুর প্রিমাকে,দীপংকর মিশকাতকে, রবিউল রুবেলকে,শাহীন জাহাঙ্গীরকে, সুলতান আবিদকে, কিশোর দত্ত আয়ান জামানকে, মুসনাবিন কামরুনেচ্ছাকে, সৈয়দ আয়ান আফরাজকে,আয়লান অরিত্রকে, আরিহান্ট প্রঙ্ঘকে, ঈশান রিক্তা সরকারকে ও অরিত্র বড়ুয়া সৃজনকে পরাজিত করে। আজ সোমবার ৩য় রাউন্ডের খেলা দুপুর ১২ টার সময় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার রাস্তায় পতাকা হাতে শত শত মানুষ, গোলাপে ভরে গেছে দামেস্ক
পরবর্তী নিবন্ধভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে সাময়িক অব্যাহতি