সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। সমাবেশ থেকে দেশে ক্রমবর্ধমান অপরাধ এবং মব সন্ত্রাসের প্রেক্ষিতে সরকারের নির্লিপ্ত ভূমিকার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি, চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং জামাল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, রেখা চৌধুরী, প্রীতম চৌধুরী ও নাবিলা তানজিনা।
সমাবেশে সিপিবি নেতারা বলেন, সারাদেশে ধর্ষণ, খুন, সন্ত্রাসের যেন মহোৎসব চলছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাগুরার শিশু আছিয়ার আক্রান্ত হওয়া ও মৃত্যু আমাদের লজ্জিত ও অপরাধী করে দেয়। বরগুনার আমতলীতে মেয়েকে ধর্ষণের মামলা করায় মন্টু দাস নামে একজনকে খুন করা হয়েছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললে আমাদের শিউরে উঠতে হয়। রক্তাক্ত অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে ঘটে চলেছে, এটা আমাদের প্রশ্ন।
তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।