চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত সুপরিচিত সুপারশপ উৎসব সুপারমার্কেটে এক আনন্দঘন পরিবেশে গত ১২ মার্চ উদ্বোধন হলো বেঙ্গল মিটের নতুন শপ ইন শপ। নতুন এ আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের হেড অব রিটেইল সেলস মোহাম্মদ হারেস, হেড অফ বাজেট এন্ড প্ল্যানিং নাদিম হোসেইন। এ সময় আরো উপস্থিত ছিলেন উৎসব সুপার মার্কেটের চিফ এক্সিকিউটিভ অফিসার সাঈদ মোহাম্মদ শহিদুল হক আজাদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম। নতুন এই শপ ইন শপ উদ্বোধন উপলক্ষে বেঙ্গল মিটের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফারসহ সকল প্রোটিন স্নাক্স এর উপর ২৫ টাকা ছাড় এবং আরো রয়েছে রমজান এর স্পেশাল গিফট বাক্স। শপ ইন শপ আউটলেটের পুরো ঠিকানা ১০১, ও আর নিজাম রোড,চট্টগ্রাম ৪০০০। প্রেস বিজ্ঞপ্তি।